সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট প্রতিনিধি):কচুয়ায় দিনব্যাপি প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৩ অক্টোবর সোমবার সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামমীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার সেচ্ছাসেবী সংগঠনের এর পরিচালক সরদার আক্তারুজ্জামান অনুর পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,শামছ-উদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ্যান্ড হাসপাতালের পেডিয়াট্রিক নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুদিপ্ত কুমার মুখার্জী ও বাগেরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও) সংগ্রাম কান্তি কুন্ডু। এদিন ৫৫ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার সেচ্ছাসেবী সংগঠনের এর পরিচালক সরদার আক্তারুজ্জামান অনু বলেন" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার সেবার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। তারই ধারা অব্যহত রেখে আমরা কচুয়ায় প্রতিবন্ধী শিশুদের জন্য ফ্রি ক্যাম্পেইন এর ব্যাবস্থা গ্রহন করেছি,যাতে করে প্রতিবন্ধী শিশুরা স্বচ্ছ চিকিৎসা সেবার মাধ্যমে সমাজে সুন্দার ভাবে বেঁচে থাকতে পারে। তিনি আর বলেন দেশ সেবার ব্রতী হয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে থেকে সমাজসংস্কারক হিসাবে এ ধারা অব্যহত রাখতে চাই।