বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পৃথক পৃথক অভিযানে ৫ জন ইমু হ্যাকারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। ৮ (অক্টোবর) শনিবার রাত্রে বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইমু হ্যাকার ৫ জন আটককৃতরা হলেন, সুলতানপুর এলাকার বাদশা আলীর ছেলে সাব্বির আলী (২২), লালপুরের মনিহারপুর এলাকার মজনু সরকারের ছেলে সবুজ সরকার(২০),বিলমাড়িয়া এলাকার সাজদার রহমানের ছেলে গোলাম রাব্বানী রকি (২২), আড়ানী পিয়াদাপাড়ার সামসুল প্রামানিকের ছেলে নাইম (২০), হাসমত আলীর ছেলে রাব্বি (১৯)।
অপর দিকে গভির রাতে অপরাধ সংঘটিত করার লক্ষে বাড়ির বাইরে অবস্থান করার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার দক্ষিন গাওপাড়া এলাকার নাসির উদ্দিন(৩৮)চকছাতারি গ্রামের ইকবার হোসেন (৪২) এবং চক নারায়নপুর গ্রামের রায়হান আলী (৪৮)-সহ মোট তিনজনকে আটক করা হয়।এদের কাছে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলেও নিশ্চিত করে পুলিশ।
এ ছাড়াও নিয়মিত মাদক মামলায় উপজেলার সীমান্তবর্তী মহদিপুর গ্রামের রায়হান আলী (২৮)এবং ওয়ারেন্ট মামলায় আড়পাড়া গ্রামের মাইনুল ইসলাম(৩০) ও পলাশী ফতেপুর গ্রামের নজিবুর(২৩)কে আটক করে পুলিশ।
এ ছাড়াও নিয়মিত মাদক মামলায় উপজেলার সীমান্তবর্তী মহদিপুর গ্রামের রায়হান আলী (২৮)এবং ওয়ারেন্ট মামলায় আড়পাড়া গ্রামের মাইনুল ইসলাম(৩০) ও পলাশী ফতেপুর গ্রামের নজিবুর(২৩)কে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সুলতানপুর ও আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আলামত সহ সুলতানপুর থেকে ৩জন ও আড়ানী থেকে ২ জনকে মোট ০৫ জন হ্যাকারকে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু(ওসি) জানান,আটককৃত ৫ জন(ডিজিটাল ডাকাত) বিরুদ্ধে পৃথক পৃথক ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং অন্যান্য আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত মোট ১১ জন আসামীকে রবিবার(৯অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags
আইন-আদালত