বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী র বাঘায় তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘা থানা পুলিশ।বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জোতকাদিরপুর গ্রামের মৃত কছের শাহের ছেলে নজমুল শাহ(৫২),উত্তর পাকুড়িয়া গ্রামের ওবায়দুল হক আবুলের ছেলে খোকন(৩২) ও উত্তর পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন(১৯)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদমাধ্যমে এস আই কামরুজ্জামান,এ এস আই কামরুল হাসান,এ এস আই আবুবকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মৃত ফইম মাহাজনের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করেন।এ সময় দেহতল্লাশী করে খোকন ও নজমুল শাহের কাছ থেকে যথাক্রমে ১২ গ্রাম ও ১১ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,আটককৃত খোকন ও নজমুল একাধিকহ মাধক মামলার আসামী।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহষ্প্রতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মোট ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tags
আইন-আদালত