বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর বাঘা জেলার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও আইডিয়ার মডেল নিয়ে হাজির হয়। ৩১ টি স্টলে দুই দিন ব্যাপী তারা তাদের আবিষ্কার প্রদর্শন করে। বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারঘাট - বাঘা আসনের সংসদ সদস্য পররাষ্ট্রপ্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতারের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন,রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রেন্টু, সাবেক যুগ্ন সম্পাক সিরাজুল ইসলাম মন্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ খ ম হাসান,কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,সমাজ সেবা কর্মকর্তা নাফিজ শরিফ গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
পরে বিজ্ঞান মেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Tags
শিক্ষা

