মেহেরুল ইসলাম মোহন নাটোরঃনাটোরের গুরুদাসপুর ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচির পরে, সমকাল পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি সেই নাজমুল হাসান নাহিদ(২৮)এর ওপর হামলার ঘটনায় ৩ জন ও অন্য মামলার ১ আসামি সহ মোট ৪ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটককৃতরা হলেন,নহর মোল্লা(২০), জুয়েল রানা(২৮), ও সুমন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন,
সাংবাদিক নাজমুল হাসানের ওপর হামলার ঘটনায় গত ৬ জানুয়ারী-২৩)শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেন নাজমুল।
এজাহারের পরিপ্রেক্ষিতে ঐ রাতেই মামলা রুজু হয়। এজাহারে নান্নু মোল্লা(৪৫), নহর মোল্লা(২০),জুয়েল রানা(৩০) ও গুমন সহ অজ্ঞাত নামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
এরপর রবিবার(৮ই জানুয়ারী-২৩)ভোর রাতে পাশ্ববর্তী থানা তাড়াশের মান্নান নগর এলাকার একটি পুকুর থেকে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন,হামলার ঘটনায় আটক ৩ জন ও অন্য মামলার আসামি এক জন, মোট ৪ জনকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।বাকিদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।
উল্লেখ্য যে,গত বুধবার(৪ঠা জানুয়ারী-২৩)বিকেলে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে অবৈধ পুকুর খননকারী নান্নু মোল্লা ও তার ভাই নহর মোল্লাসহ কয়েকজন সন্ত্রাস বাহিনী সাংবাদিক নাজমুলের ওপর হামলা চালায়।এতে বুকের হাড় ভেঙ্গে যায় নাজমুলের।আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সাংবাদিক নাজমুলের উপর এমন হামলায় দোষীদের দ্রুত আটকের দাবীতে গুরুদাসপুর ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
