রাজশাহী প্রতিনিধিঃর্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।জঙ্গী,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী,জুয়ারি,মাদক ব্যবসায়ী,খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার চারঘাট থানার বড়বড়িয়া বেলতলী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ আওয়াল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আওয়ালকে গ্রেফতার করে র্যাব।
এসময় ৫কেজি গাঁজা,একটি মোবাইল,একটি সীমকার্ড ও ১টি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী আওয়াল ইসলাম চারঘাট থানার বড়বড়িয়া তেলতলি গ্রামের শামসুল ইসলাম এর ছেলে।
গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বড়বাড়িয়া বেলতলী গ্রামের গুচ্ছগ্রামস্থ এলাকায় জনৈক আক্তারের সরকার কর্তৃক প্রদত্ত আশ্রয়ন প্রকল্পের ঘরের আশপাশে ফাঁকা জায়গায় এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই তার ডান হাতে থাকা একটি হ্যান্ড ট্রাভেল ব্যাগসহ আটক করে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
