নিউজ ডেক্সঃলালপুরে পুলিশের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলে সহযোগিতার অভিযোগ এই শিরোনামে একটি সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।গত ২৭ মার্চ ২০২৩ ইং তারিখে লালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক লালপুর বার্তার অনলাইন ওয়েব সাইট ও বিডি২৪ ঘন্টা সহ কয়েকটি অনলাইন পত্রিকায় একই শিরোনামে খবরটি প্রকাশিত হয়।যাহা অত্যান্ত উদ্দেশ্য প্রণোদিত।সংবাদটি প্রকৃত পক্ষে সত্য নহে।অথচ উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিম্নে উল্লেখিত মামলার বিবাদী জোর পূর্বক নিম্ন প্রকাশিত দখলীয় সম্পত্তি জবর দখল করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাহা প্রশাসন ও আদালত অবগত রহিয়াছেন।লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত আফছার আলীর কন্যা মোছাঃ কোহিনুর ও অপর মৃত শাহানারার পুত্র,কন্যার নিকট হতে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি গত ১৭/০৪/২০১৯ ইং তারিখে ১৯৩২ নং দলিল মূলে ০৬/০১/২০২৩ ইং তারিখে ৯৬ নং বিক্রয় কবলা দলিল মূলে ও ০৩/০৬/২০২১ ইং তারিখে ২৪ ও ২৫ নং বিক্রয় কবলা দলিল মূলে মোট ১২ শতাংশ ৩৭ লিংক তন্মধ্যে ৬২৯ নং দাগে ৫ শতাংশ ৪০ লিংক সম্পত্তি ক্রয় করে দোকান ঘর হিসেবে উপজেলার বাকনাই গ্রামের সফের উদ্দিন এর ছেলে হামিদুর রহমান দিং ভোগ দখল করছে।আব্দুস সালাম অযথা হয়রানি করার জন্য বিভিন্ন প্রকার মোকদ্দমা দিয়ে হামিদুল ইসলাম দিং কে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে।লালপুর সহকারী জজ আদালতে ৬৯/১৯ অঃপ্রঃ মোকদ্দমায় স্থিতি অবস্থায় আদেশ থাকা সত্বেও পুনরায় ২০৭/২২ অঃপ্রঃ মোকদ্দমা দাখিল করে নিষেধাজ্ঞায় আদেশ প্রাপ্ত হয়।আদালতের আদেশ অমান্য করে অব্দুস সালাম জোর পূর্বক দোকান নির্মান করার চেষ্টা করে।হামিদুল দিং এডিএম কোর্টে ১৮৬ পি/২৩ নং এ-১৪৪/১৪৫ ধারায় মোকদ্দমা দাখিল করে।মোকদ্দমার আদেশ দ্বারা নির্মান কাজ বিরত রাখে।আব্দুস সালাম আইন অমান্য কারী।হামিদুল দিং এর ক্রয়কৃত সত্ব সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টায় লিপ্ত আছে।হামিদুল দিং সাধারণ মানুষ,ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।অথচ দক্ষিণ লালপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে আব্দুস সালাম আমাদিগরদের হয়রানি ও মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করে হয়রানি করছে।হামিদুল ইসলাম দিগর পিতা মোঃ সফের উদ্দিন,সাং বাকনাই,লালপুর,নাটোর
Tags
আইন-আদালত
