বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী র বাঘা পৌরসভার ২ নং ওয়ার্ডে অটোভ্যানের চাপায় সুমাইয়া (১২) ও রিয়াংকা সাহা(৩) আহত হয়েছে।মঙ্গলবার(২৯ আগষ্ট)পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুমাইয়া বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের খাইরুল ইসলাম ও রিয়াংকা সাহা একই গ্রামের শ্রী রহিত সাহার মেয়ে।
স্থানীয় সূত্রে জানায়,সকাল ১১টার দিকে সুমাইয়া ও রিয়াংকা রাস্তার অন্যান্য শিশুদের সাথে রাস্তার পাশে দিয়ে হাঁটছিল।এ সময় চকছাতারী গ্রামের অটোভ্যান চালাক কালাম পাকুড়িয়া বাজারের দিক থেকে আসছিলেন।পথিমধ্যে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন সুমাইয়া ও রিয়াংকা ভ্যানচাপায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।পরে স্বজনরা চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়া অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠান।
আহত সুমাইয়ার চাচা আমিরুল ইসলাম জানান,এ ঘটনায় পারিবারিকভাবে আলোচনা করে আইনের আশ্রয় নিবো।
অটোভ্যান চালাক কালাম জানান,পাকুড়িয়া পালপাড়ার মাঝখানে একটি ষ্টিয়ারি(কুত্ত গাড়ী) গাড়ীর সাথে আমার অটোভ্যানে থাকা টিনে কেটে পাম্পচার হয়।তাদের ধাওয়ায় ভয়ে জীবন বাঁচাতে এসে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে(ওসি তদন্ত) সবুজ রানা জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags
সারাদেশ
