সূর্য্য চক্রবর্তী(কচুয়া)বাগেরহাট।।কচুয়ায় হত্যা সহ ৫ টি মামলার পলাতক আসামি রিয়াজুল ইসলাম(৩১) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায় ২৪ আগষ্ট বিকাল ৪ টায় কচুয়া উপজেলার সামনে থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ কে গ্রেফতার করেছে।আটক কৃত রিয়াজুল ইসলাম কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠি গ্রামের আনসার শেখের ছেলে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম জানান আটক কৃত আসামীর বিরুদ্ধে ২ টি হত্যা মামলা,নাশকতা ও দস্যুতা সহ মোট ৫ টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
