নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধিঃ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ইপসা কর্তৃক বাস্তবায়িত আন্তর্জাতিক সেবা সংস্থা সেভ দা চিলড্রেন এর আর্থিক সহযোগিতায় ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান।
বৃহস্পতিবার (১৬ ই নভেম্বর) বিকালে কুতুবজোম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার অর্থ তুলে দেন.. প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
এতে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মাস্টার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিরুজ্জামান আন্জূ, ফরিদ আহমদ চৌধুরী, সোলতান কোম্পানি, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, মহেশখালী ইপসার ফোকাল পার্সন এম আজিজ সিকদার, কুতুবজোম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউপি সচিব মোহাম্মদ রশিদ, ইপসার ফাইন্যান্স ম্যানেজার ইয়াসির আরাফাত ও সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এমপি আশেক বলেন, এবারের ঘূর্ণিঝড় হামুনে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ১৯৯১ সালের ঘূর্ণিঝড়কে হার মানাবে। মহেশখালীতে শত-শত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১ জন। এখনো অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ হয়নি। ভাঙ্গা বসতবাড়িতে দিন কাটছে অসহায় মানুষদের, সরকার সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে, কিন্তু তা ক্ষয়ক্ষতির তুলনায় নগণ্য। আমাদের যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। ইপসা, সেভ দা চিলড্রেন মতো আরও অনেক এনজিও আছে, তারাও যদি এগিয়ে আসে তাহলে ক্ষতিগ্রস্ত মানুষগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘হামুন’ আঘাত হানার পর থেকে “সাইক্লোন সুরক্ষা” প্রোগ্রামের আওতায় কুতুবজোম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০টি পরিবার'কে ৪৫০০ টাকা করে মোট ২০ লক্ষ ২৫ হাজার টাকা জরুরী নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। ঘূর্ণিঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে।