জয়ধ্বনি ডেস্কঃজামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার(১৮ নভেম্বর)দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ফলে বগিতে থাকা চার নারীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে বলে জানান কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তাহমিনা বিথী।
এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন ও ওসি ডিবি মো. শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি ১টা ৭ মিনিটে স্টেশনে আসে। পরে ট্রেনটি ১টা ১০ মিনিটে রান করার পর মানুষের চিৎকারে কক্ষ থেকে বেড়িয়ে দেখি আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রেনের দায়িত্বরত পরিচালক (গার্ড) মাসুদ রানা জানান, স্টেশন থেকে ট্রেনটি হোম সিগন্যাল অতিক্রম করার সময় মানুষের চিৎকারে শিকল টেনে ট্রেন থামানো হয়। সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ীর এএসআই আব্দুল কাদের বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা প্ল্যাটফর্মে ডিউটিরত ছিল। ট্রেনের বগিতে কে বা কারা হঠাৎ অগ্নিকাণ্ড ঘটায়। যার ফলে ট্রেনের বগিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।