নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ভুয়া ম্যাজিস্ট্রেট ও মিথ্যা চাঁদাবাজি মামলায় খালাস পেলেন সাংবাদিক লিয়াকত।
২০ নভেম্বর (সোমবার) বিজ্ঞ আদালতের (দায়রা জজ-০৩) বিচারক অতিরিক্ত জেলা জজ এস এম তাসকিমুল সাক্ষাৎ প্রমাণ শেষে সাংবাদিক লিয়াকত হোসেনকে খালাস দেন।
লিয়াকত জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় ৫ বছর ধরে কর্মরত আছে। সংবাদ সংগ্রহে গেলে তাকে আটক করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশসহ মামলার বাদি বিস্কুট ব্যবসায়ী আব্দুর রউফ। বাগমারায় আব্দুর রউফ একটি বিস্কুট ফ্যাক্টরি'র মালিক। বাদি রউফ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাংবাদিকরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন মর্মে মিথ্যা মামলাটি করেন। ওই মামলায় দীর্ঘদিন আদালতে বিচারাধীন ছিলো। সাক্ষ্য প্রমাণ শেষে সাংবাদিক লিয়াকত নির্দোষ প্রমানিত হলে আদালত তাঁদের বেকসুর খালাস দেন।
এ বিষয়ে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন বলেন, একটি মিথ্যা মামলায় খালাস পেলাম। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন ছিলো আদালতে। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আমাকে খালাস দিয়েছেন। তবে এঘটনায় মান-সম্মান নষ্টসহ আর্থিক ক্ষতির মুখে পড়েছি আমি। আমি বাদি'র বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবো।
