বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ খেলাধুলায় বাড়ে বল, মাদক থেকে দুরে চল, মাদক কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগান কে সামনে রেখে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে প্রাইজ মানি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় পানিকামড়া জুনিয়র পোটিং ক্লাবের উদ্যোগের আয়োজিত ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়।
পাকুড়িয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পাকুড়িয়া আওয়ামীলীগের সদস্য বজলুর করিমের সভাপতিত্বে ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও কাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামিউল আলম নয়ন সরকার। উক্ত খেলায় গৌরাঙ্গপুর স্পোর্টিং ক্লাব ও মালিয়ানদহ ক্রিয়া সংস্থা দুটি টিম অংশগ্রহন করে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম,কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য উম্মত আলী,ডাবলু,সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ,পাকুড়িয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মজিবুর রহমান,পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পিপুল আহমেদ প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠান পরিচালনা করেন সৌরভ।
টুর্নামেন্ট শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামিউল আলম নয়ন সরকার।
