বাঘা(রাজশাহী) প্রতিনিধি: আজ মহান বিজয় দিবস।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ। দিনটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম পহরে মিনিটে বাঘা উপজেলা শহীদ মিনারে বাঘা মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাঘা মডেল প্রেসক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, সহ: সভাপতি আবুল কালাম আজা, সাধারণ সম্পাদক মো: হাবিল উদ্দিন, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রবি, কোষাধ্যক্ষ আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক হৃদয়, নির্বাহী সদস্য রাসেদুল ইসলাম নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।