মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের নৌকা মার্কা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী শহিদুল ইসলাম বকুল নৌকা মার্কা প্রতীকে ভোট চেয়ে গন-সংযোগ পথসভা ও প্রচার মিছিল করেছেন মঙ্গলবার(২৬শে ডিসেম্বর-২৩) সারাদিন ব্যাপী লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া,বিদিরপুর,জয়কৃষ্ণপুর,রাধাকান্তপুর,মির্জাপুর,জয়রামপুর সহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক,বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তার নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে গন-সংযোগ,পথসভা ও প্রচার মিছিল করেন।
এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা,ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পলাশ সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
