নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র ১দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার ২টি ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দিঘা বাজারে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
জানা যায়,দিঘা বাজারে গত ১ বছর যাবত বন্ধ থাকা একটি দোকানের টিনের উপর শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় বিকট আওয়াজ শুনে লোকজন জড়োহয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা
ঘরের ভেতরে হয়তো বিষ্ফোরক দ্রব্য রয়েছে যা বিষ্ফোরিত হয়েছে। পরে বাঘা থানা পুলিশের সহযোগীতায় দোকান খুলে নিশ্চিত হওয়া যায় ভেতর থেকে নয় বাহির থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। উক্ত দোকানটি বাউসা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাওলানা মজিবর রহমান (শিক্ষক) এর বলে জানা যায়। এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) গভীর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২টি ভোট কেন্দ্রে দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। কেন্দ্র দুটি হলো আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকুড়িয়া ইউনিয়নের জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুটি ভোট কেন্দ্রে পৃথক অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে মাওলানা মজিবর রহমান বলেন, কাপড়ের ব্যাবসা করার জন্য ডেকোরেশন করে রাখা হয়েছে কিন্তুু ব্যাবসা শুরু করা হয়নি। দোকানটি গত ১বছর যাবৎ বন্ধ রয়েছে। তবে ওই দোকানের ভেতর কিছু কাপড়ও আছে। ঘটনার পরপরই আমি শুনেছি। জানিনা আমাকে ফাঁসাতে কে বা কারা ওই দোকানের টিনের ওপর ককটেল বিস্ফোরণ করেছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আানার জোর দাবি জানান।
এ বিষয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউসা মহাবিদ্যালয়ের অধ্যাপক মজিবুর রহমান জানান, ঘটনার সময় আমি সো-মিলের সামনে ছিলাম। এমন সময় বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দিঘা বাজারে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
