মেহেরুল ইসলাম মোহন নাটোরঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম (বকুল)কে ১ হাজার ৯শত ৯৬ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম বকুল(নৌকা) পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট।
রবিবার (৭ জানুয়ারি-২৪) জেলা রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁইয়া বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
প্রিসাইডিং অফিসারদের দেওয়া হিসাব অনুযায়ী এ আসনে মোট ভোটকেন্দ্র ১২৫টি। মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন।
