মহসিন রেজা, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বেলে রাণী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার রৌমারী- ঢাকা সড়কের ডিগ্রীরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
নিহত বেলে রাণী পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রীরচর পূর্বপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিন বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বেলে রাণী রাস্তা পারাপারের সময় রৌমারী দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বেলে রাণী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বেলে রাণী মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
