বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আম গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার চকছাতারি গ্রামের রুস্তম আলী (৬৫)।
বৃহস্পতিবার (২০ জুন) সকালের দিকে উপজেলার চকছাতারি গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে তার ভাই আলতাফ হোসেন জানান,সে বৃহস্পতিবার নিজ বাড়ির অঙ্গিনায় আম নামাতে গাছে উঠেন। গাছে উঠে আম নামাতে নামাতে পা ফসকে নিচে পড়ে যান। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,এ বিষয়ে শুনেছি । অভিযোগ পেলে ব্যবস্থা ।