বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ‘‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত ধোয়া সর্বদা গুরুত্বপূর্ণ’’ প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় এলজিডি নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় বাঘা পৌরসভার আয়োজনে শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
দিবসটিকে ঘিরে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বাঘা পৌরসভা চত্তর থেকে বাঘা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।