বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় আড়ানী পৌর সদরে
পুরুষ্কার বিতরণী ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আড়ানী পৌর বিএনপির উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল তিনটায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌর বিএনপির সভাপতি ও আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণী ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
বিজয়ের মাসে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগীতামূলক খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিলন আহমেদ, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব ও সাবেক বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী মলীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বিজয় দিবসের অনুষ্ঠান নিজেরাও করেনি আমাদেরকেও করতে দেয়নি। তিনি বলেন, ৫ই আগস্ট ফ্যাসিবাদ শৈর শাসকের পতনের পর এখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, মত প্রকাশ করতে পারছেন। এ সময় আবু সাঈদ চাঁদ হাসিনা সরকারের পক্ষপাতিত্ব করার কারণে ভারতের নরেন্দ্র মোদির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়াও তিনি অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেশে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহবান জানান। আয়োজকদের আনন্দ চিত্তে ধন্যবাদ জানিয়ে আড়ানীর মাঠে আগামীতে আরও বড় পরিসরে জাকজমকপূর্ন ভাবে অনুষ্ঠানকরার আশ্বাস দেন।