বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার( ৩১ ডিসেম্বর) সন্ধ্যা আটটায় সময় উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের রফিকুল আর্মির আমবাগানে আলাইপুর জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় ।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আলাইপুর জুনিয়র নাফিস স্পোর্টিং ক্লাব বনাম মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব।
বিজয় লাভ করে আলাইপুর জুনিয়র নাফিস স্পোর্টিং ক্লাব এবং রানার রানার্স আপ হয় মোহাম্মদ আলী স্পোটিং ক্লাব ।
প্রথম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবর আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উপজেলা বিএনপির যুবদলের অন্যতম সদস্য, মোঃ সেতার আলী মন্ডল ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন ৩ নং পাকুরিয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি, মোহাম্মদ আবুল কালাম বিশিষ্ট সমাজসেবক, মোঃ সিদ্দিকুর রহমান বিশিষ্ট সমাজসেবক, মোঃ আব্দুল লতিফ বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ তসিকুল ইসলাম।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ছিয়ার উদ্দিন সাবেক ইউপি সদস্য ও জেলা বিএনপির মৎস্যজীবীদের দলের অন্যতম সদস্য । উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ সাব্বির আহমেদ। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত সুধিজন ও খেলাপিপাসু জনসাধারণ ।
