বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার চর কালিদাশখালী গ্রামে ভুট্টা ক্ষেত থেকে শফিকুল ইসলাম (৩৩) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬ দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফজল শেখের(মুন্সি'র)ছেলে। নিহত শফিকুলের ইসলাম কৃষি কাজ করতেন। তার এক ছেলে (৪) ও এক কন্যাসন্তান (১) রয়েছে।
এ ঘটনায় নিহত শফিকল ইসলামের পিতা ফজলু শেখ(মুন্সি)বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মাঠ পাহাদার হাবলু জানান, ভুট্টা ক্ষেতের মালিক গিয়াস বাবলুকে মোবাইল ফোনে জানায় তার ক্ষেতে ভুট্টার মাথা কাটা লোক ধরেছি। পরে বাবলু আমাকে ফোনে বিষয়টি জানালে আমি সিরাজ মোল্লা ও জামাল মোল্লাকে সাথে নিয়ে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখি শফিকুল ইসলাম আহত অবস্থায় পড়ে আছে। আর গিয়াস/পিয়াস ভুট্টা ক্ষেত থেকে দৌড়ে পালাচ্ছে। পরে তাৎক্ষণিক হালিম (ভাড়া চালিত মোটরসাইকেল) এর মোটরসাইকেলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, হত্যার কারণ উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।