বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলার ১নং বাজুবাঘ ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় ১নং বাজুবাঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে পাকা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঘা উপজেলার ১নং বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু ইউনিয়ন পরিষদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার পরও অতি ক্ষমতার লোভের কারনে ইউনিয়ন প্রাশাসক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে অবৈধ রিট করায়,অত্র ইউনিয়নের সকল জনগণ নিবন্ধন,প্রত্যয়ণপত্র,ওয়ারিশন সার্টিফিকেট,মৃত্যু সনদ ও নাগরিক সনদসহ সকল প্রকার সেবা থেকে বঞ্চিত হওয়ায় অতি দ্রুত ইউনিয়ন পরিষদের প্রাশাসক নিয়োগের জন্য জোর দাবি জানান।
এ ছাড়াও অত্র এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি আসলাম হোসেন মালিথা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম (শিক্ষক),ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য রবি, ৯ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,২ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ মালিথা,ছাত্রদল কর্মী কৌশিক আহমেদ প্রমুখ।