বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী- তেঁথুলিয়া সড়কে চকবাউসা রাজার মোড় সংলগ্ন উত্তর পাশে আকবরের চা-স্টলের সামনে বড় ভুডভুডি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হন সেলিম রেজা (৩৫) নামে এক ব্যক্তি। তিনি আড়ানী বেড়ের বাড়ি গ্রামের মৃত: নাজির উদ্দিনের ছেলে। রবিবার (১৮ মে) সকাল আনুমানিক সাড় ৯টার দিকে তিনি মোটরসাইকেল যোগে বাঘার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে চকবাউসা রাজার মোড়ের উত্তর পাশের
আকবরের চা-স্টলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মহিষ বহনকারী একটি বড় ভুডভুডির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে বাঘা থানা পুলিশ এসে ভুডভুডির চালক শামিম আহমেদ কে আটক করে এবং নিহতের ব্যাবহৃত মোটরসাইকেল সহ তার ভুডভুডি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। চালক শামিম পাবনা জেলার আতাইকুলা থানাধীন শিমুল চারা গ্রামের হাবিবুল্লাহ'র ছেলে বলে জানা যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুপ্রভাত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সেলিমের পরিবারে পক্ষ থেকে তার দুলাভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
