বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ৩৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৫। গত শনিবার ( ৩ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫।
আটককৃত রায়হান (রাহেন) বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের আকরাম আলীর ছেলে। আটককালে তার কাছ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানা যায়।
র্যাব সূত্রে জানায়, গ্রেফতার আসামী এলাকার চিহ্নিত এক জন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় বা সরবরাহ করে আসছিল। ইতিপূর্বেও তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে বাঘা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।