বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব কে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(৯ মে) বিকেলে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকায় অভিযান চালিয়ে আ'লীগের সেচ্ছাসেবক সাধারণ সম্পাদক ফখরুল হোসেন বিপ্লব(৩২)কে আটক করা হয়।
আটককৃত ফকরুল হোসেন বিপ্লব উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঘা পন্ডিত পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, বিশেষ অভিযানে শুক্রবার ৯ মে সন্ধ্যার সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল হোসেন বিপ্লব কে আটক করা হয়েছে। গোপনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। তার বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে সকল মামলায় তাদেরকে আটক দেখিয়ে আগামীকাল (১০মে) আদালতে পাঠানো হবে।
