বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ক্রয় - বিক্রয় কালে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(১ জুলাই ) বাঘা পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,মঙ্গলবার(১জুলাই) বাঘা থানা পুলিশের একটি টীম বাঘা পৌরসভা এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয় কালে আশরাফপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রাসেল (২০) ও আড়পাড়া গ্রামের তসিকুলের ছেলে মিজানুর রহমান (১৯) দ্বয়কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে আটক করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান,বুধবার(২ জুলাই ) তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।