বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মেডিকেল গেট এলাকায় নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি মাজিস্ট্রেট শাম্মী আক্তার এ অর্থ দন্ড প্রদান করেন। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার তিনটি ,ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ সময় জননী ফার্মেসীর ৩ হাজার টাকা,ভাই ভাই ফামের্সীর ১৫ হাজার ও সাথী ড্রাগ হাউজ ফার্মেসীর ৭ হাজার টাকা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ ফিজিসিয়ান স্যাম্পুল ও অনুমোদহীন ঔষধ নিজ হেফাজতে রেখে বিক্রির মতো অপরাধ ধরা পড়ে। অভিযান চলাকালীন আরও কয়েকজন দোকানদারকে ভবিষ্যতে অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।জব্দকৃত ঔষধগুলো জনসন্মুখে ধ্বংশ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট সাবিহা সুলতানা ডলি,ড্রাগ সুপারভাইজার শরিফুল ইসলাম।এছাড়া থানা পুলিশও অভিযান চলাকালীন সহযোগিতা করে।
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি মাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে ফার্মেসিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ওষুধ বিক্রয়ে অনিয়ম করলে কারো প্রতি কোনো ছাড় দেওয়া হবে না। এমন অভিযান বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে চলবে।
