রাজশাহী প্রতিনিধিঃবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন,চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু,৭ নং ওয়ার্ডের সভাপতি আলাল সিকদার,৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মান্না সরকার,৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শমসের আলী,৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল খাঁ,ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,সহ-সভাপতি বাতেন মোল্লা,বেলায়েত মেম্বার,কৃষকদলের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর বাশার,ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মেহের আলী,যুবনেতা আব্দুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওয়াসিম,সাধারণ সম্পাদক রুহুল খান,জাহাঙ্গীর আলম পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও বাঘা উপজেলা ছাত্র নেতা,পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রোকনুজ্জামান,মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামাল খামারুসহ অত্র ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজও অটল। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁকে সুস্থ দেখতে পুরো দেশবাসী অপেক্ষা করছে। একই সঙ্গে তাঁরা দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।
