নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের লালপুরে দুড়দুড়িয়ায় গত (২৩ জুন) বুধবার হাসুয়া দিয়ে আঘাত করে সাংবাদিকের মা গুরুতর আহত হয়েছে।
আহত মোছাঃ সুফিয়া বেগম (৬০) দুড়দুড়িয়া মনিহারপুর গ্রামের মৃত আবু বক্কর মণ্ডলের স্ত্রী ও লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান পলাশের মা।
এ ঘটনায় সাংবাদিক ফজলুর রহমান পলাশের ভাই মোঃ শামসুল ইসলাম বাদী হয়ে লালপুর থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন দুপুর ২টার দিকে সাংবাদিক ফজলুর রহমান পলাশের ভাই শামসুলের ছাগল অসাবধানতাবশত প্রতিবেশী দুড়দুড়িয়া গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনের রাস্তার খাস জমিতে ঢুকে পড়ে। সাংবাদিক ফজলুর রহমান পলাশের মা মোছাঃ সুফিয়া বেগম (৬০) ছাগল ফেরত আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযুক্ত লিপু ও মোহাম্মদ আফজাল হোসেন শ্বাসরোধ করে মোছাঃ সুফিয়া বেগম (৬০) কে হত্যার চেষ্টা করে। এবং আরেক অভিযুক্ত আফজাল হোসেনের পুত্র মোঃ লিমন হোসেন (২৭) হাসুয়া দিয়ে এলোপাথারি আঘাত করার চেষ্টা করে। হাসুয়া ঠেকাতে গেলে মোছাঃ সুফিয়া বেগমে ডান হাতের আঙ্গুল কেটে যায় এবং জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য এএসআই শারাফাত আলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
