বিশেষ প্রতিবেদক,রাজশাহীঃউপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পথচলা মানুষের মাঝে খাবার বিতরণ করে রাজশাহী আই এইচ টি ছাত্রলীগ।
সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এই খাবার বিতরন করা হয়।বুধবার(২৩ জুন) রাত ৯ টার দিকে রাজশাহী রেলস্টেশন ও এর আশেপাশে পথ চলা মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা পক্ষে হতে রাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি
(আই এইচ টি) শাখা ছাত্রলীগ খাবার বিতরণ করেছে বলে জানায় ছাত্রলীগ নেতা ওহিদুরজ্জামান নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত, সাবেক সদস্য নাবিল হাসান, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) রাজশাহী
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওহিদুরজ্জামান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধা মঞ্চ আই.এইচ.টি. শাখার সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম সহ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
