বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তিন দিনের সরকারি সফরে আজ শুক্রবার সড়ক পথে আড়ানী আসছেন। সফরসূচি মতে, প্রতিমন্ত্রী শুক্রবার(৬ জানুয়ারী) ১৫:০০ টায় বাঘা উপজেলায় অবস্থান,১৫:৩০ টায় হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং ১৬:৩০ টায় মনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন।
শনিবার(৭ জানুয়ারী) প্রতিমন্ত্রী সকাল ১১:০০ টায় রাওথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন,১১:৩০ টায় চারঘাট উপজেলা প্রশাসন আয়োজিত চারঘাট অডিটোরিয়ামে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরে ১৫:৩০ টায় বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রবিবার(৮ জানুয়ারী) প্রতিমন্ত্রী সকাল ১১:০০ টায় গোচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করবেন।পরে তিনি দুপুর ১২:০০ টায় ডাকরা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন।
১৪:টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
