বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি ম্যাগজিন ও ০২ টি গুলিসহ অস্ত্র কারবারী মোঃ এমদাদুল হক’কে গ্রেফতার করেছে র্যাব-৫ ।
শনিবার ( ৩০ ডিসেম্বর ) রাত্রী ২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-০১ টি, ওয়ান শুটারগান-০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ টি, মোবাইল-০১টি, সীমকার্ড-০২ টি উদ্ধার করেন এবং আসামী মোঃ এমদাদুল হক (৩৪), পিতা-মৃত হাফেজ, সাং-মথুরাপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী’কে আটক করে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন সাজিপাড়া বটতলা থেকে যাত্রীবেশে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে হরিরামপুর বাজার এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা দল হরিরামপুর গ্রামস্থ নির্মিত নাদেরা সাকো (ব্রীজ) এর দুই পার্শ্বে গোপনে অবস্থান করে। গোপনে অবস্থানকালে উক্ত ব্রীজের উপর ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা ০২ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা কালে ০১জন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করতে সক্ষম হয় এবং অপর ০১জন ব্যক্তি উক্ত ভ্যান থেকে লাফ দিয়ে আম বাগানের ভিতরে দিয়ে অজ্ঞাতস্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের টিম আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সাথে খাকী ও কালো রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন রাজমিস্ত্রী। সে উক্ত পেশার আড়ালে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শ্যূটার গান ও ম্যাগজিন অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।