বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ভাবীকে মারধরের ঘটনা শিমুল(৩০) আটক করে বাঘা থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিমুল বাঘা পৌরসভার কলিগ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়,গত (২৬ এপ্রিল) বিকেলে শিমুলের বাড়ীর পায়খানার দরজার হাতল ভেঙ্গে যায়। সেই হাতল মেরামত করতে দেরী হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে শিমুল। এ ঘটনার এক পর্যায়ে শিমুল তার ভাবীকে এলোপাথাড়ি মারধর করে। মারধরে চিৎকারের পেয়ে এলাকা বাড়ী তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার বাম চোখ ও মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠায়।
পরে এ ঘটনায় ভূক্তভোগী নাজমা খাতুন বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) সুপ্রভাত বলেন,এ ঘটনায় আসামী শিমুলকে আটক করা হয়েছে। সোমবার(২৮ এপ্রিল ) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।