বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চত্ত্বর র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহে পদক্ষিণ করে আবার চত্বরে গিয়ে শেষ হয়।
"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিতে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, ব্র্যাকের উপজেলা আইন কর্মকর্তা মমিনুল ইসলাম,শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন,আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে।
অনুষ্ঠান শেষে জাতীয় আইন সহায়তা পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়।