বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় সৎ ভাইদের হাতে সাদেক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা আরিফপুর এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়,মঙ্গলবার (১৩মে) দিবাগত রাতে আনুমানিক ১২ ঘটিকার দিকে বাঘা উপজেলার নওটিকা আরিফপুর গ্রামের মৃত মোহাম্মদের ছেলে সাদেক আলী (৪৫)কে সৎ ভাই মোঃ কামাল হোসেন (৫০) পিতা দুখু মন্ডল হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সূত্রে,নিহত সাদেক ও কামাল হোসেন একই মায়ের সন্তান পিতা আলাদা ২জন বলে জানা যায়।
বাঘা থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করেন।উক্ত ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে পুলিশ আটক করেছে। আটকৃতরা হলেন,১।মোহাম্মদ মেহেদী হাসান (১৯) পিতা কামাল মন্ডল ২।মোসাঃ চায়না বেগম (৪০)স্বামী মোঃকামাল হোসেন ৩।মোসাঃ সফেদা বেগম স্বামী মোহাঃমিনারুল ইসলাম সর্ব সাং নওটিকা আরিফপুর থানা বাঘা, রাজশাহী। অভিযুক্ত কামাল হোসেন দুর্ধর্ষ ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা সহ ডাকাতি মামলা রয়েছে। একাধিক বার জেল খেটেছে বলেও তিনি ।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,লাশ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।হত্যা ঘটনায় আমরা ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে