রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে দুর্বৃত্তের হাসুয়ার কোপে রিপন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে মহানগরীর বোয়ালিয়া থানার বর্নালী সিনেমো হল এলাকার গোলাম নবীর ছেলে।
সোমবার (১২)মে দুপুর ২ টার দিকে বর্নালী সিনেমা হল মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহত রিপনের ছোট ভাই রোকন বলেন, রাজিব নামের এক বিএনপি নেতা আমার ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়েছে।বর্তমানে সে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসার জন্য হাসপাতালে ব্যস্ততায় আছি। ঘটনার বিস্তারিত পরে জানাবো বলে জানান।
এবিষয়ে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের ওসি মোস্তাক আহমেদ জানান, এমন ঘটনার বিষয়টি এখনি জানলাম। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি বলে জানান।