রাজশাহী প্রতিনিধিঃ জোহা ফাউন্ডেশনের কর্ণধার ও যুক্তরাজ্য বিএনপির আন্তজার্তিক মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার দেশে আগমনে উপলক্ষে এক বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয় শাহমুখদুম বিমানবন্দরে। এ সময় শুভেচ্ছা জানানো বিভিন্ন প্লে কার্ড সংবর্ধনা অনুষ্ঠান স্থলে শোভা পায়।সফর সঙ্গী ছিলেন শাহানাজ সুলতানা শীলা। শনিবার (২৯ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টায় শাহমুখদুম বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান এটম,আশাদুল ইসলাম,বজলুর রহমান, কাউছার আহমেদ সবুজ, মিজানুর রহমান মিজান, বাবুল ইসলাম,সাজ্জাদ হোসেন সবুজ, আল আমিন মিলন, সুফল, তৈয়বুর,সুজন, শহিদ, জিল্লুর রহমান জিল্লু,হানিফ,রফিক, আঃ রাজ্জাক, রবি, রিপন, তাহামিদুল ইসলাম, আশিক শান্ত প্রমুখ।
